নওগাঁর পোরশায় জোর করে গ্রাহকের নিকট থেকে কিস্তি আদায় করায় ওবায়দুর রহমান নামে এক এনজিও প্রতিনিধিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই এনজিও প্রতিনিধির জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সারাইগাছি কালিনগর গ্রামে বেসরকারি সংস্থা আশা’র গাংগুরিয়া শাখার প্রতিনিধি ওবায়দুর রহমান সকল গ্রাহকের নিকট থেকে জোরপূর্বক কিস্তি আদায় করছিলেন। এ সময় গোপনে অন্যান্য গ্রাহক উপজেলা প্রশাসনকে জানালে সাথে সাথে ঘটনাস্থলে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ।
এসময় জোরপূর্বক কিস্তি আদায় করার অপরাধে ওই এনজিও প্রতিনিধিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এনজিও প্রতিনিধি ওবায়দুর রহমানের নিকট থেকে দেড় হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।