নওগাঁর পোরশায় নতুন করে ৫জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সর্বশেষ গত মাসের ২৮তারিখে ৩৪ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার ৩৪জনের মধ্যে ৫জনের করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে পোরশা উপজেলায় ২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী আইসোলেশনে রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহবুব হাসান জানান, পোরশা উপজেলায় সর্বমোট ৩৪ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭জন। মারা গেছে এক শিশু। বর্তমানে আক্রান্ত হয়ে আছেন ২৬ জন।