নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মদন হেমরুম(৬৪) নামের এক ক্ষুদ্রনৃগোষ্ঠী বৃদ্ধের মৃত্যু হয়েছে। মদন হেমরুম উপজেলার শিশা মর্শিদপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত হারমা হেমরমের ছেলে।
জানা গেছে, গত বুধবার রাতে নিজ বাড়িতে তার অটোভ্যানে চার্জ দেওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।