নওগাঁর পোরশায় করনো ভাইরাস পরিক্ষায় ফি নির্ধারন, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও সীমান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার সারাইগাছী বাজারে সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে নওগাঁ জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা আহম্মদ শফি।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব তৈয়ব শাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সদস্য মাওলানা ওমর আলী। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র আন্দোলনের সাধারন সম্পাদক ফরহাদ আলম প্রমুখ। মানববন্ধন শেষ হওয়ার পূর্বেই পুলিশ এসে ব্যানার ও ফেস্টুন কেড়ে নিয়ে মানববন্ধনে উপস্থিত সকলকে ছত্রভঙ্গ করে দেয়।