নওগাঁর পোরশায় নন এমপিও শিক্ষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক প্রেরিত বিশেষ অনুদানের চেক বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে চেক বিতরনী অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তগার হোসেন প্রমুখ।