নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় সামসুল হক(৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সামসুল হক উপজেলার সারাইগাছী গ্রামের মহসেন আলীর ছেলে।
জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার সারাইগাছী মোড়ে রাস্তা পার হওয়ার সময় সারাইগাছী থেকে নওগাঁগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে তিনি সেখানে আহত হন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যান ও চালক আতাউর রহমানকে আটক করা হয়েছে। আটক আতাউর রহমান বগুড়ার কৃষœপুর এলাকার ফজলুর ছেলে।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, আমারা গাড়িসহ ঘাতক চালককে আটক করেছি। থানায় মামলার প্রস্তুতি চলছে।