বৈদ্যুতিক লাইনে ফানুস আটক মেট্রোরেল চলাচল দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। তবে আজ রোববার চলাচলের সময় আগের মত ১২টা পর্যন্তই থাকছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রোরেলে চড়তে শীত উপক্ষো করে সকাল ৬টা থেকেই দিয়াবাড়ি আগারগাঁও স্টেশনের দুই প্রান্তে যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে। যাত্রীরা বলছে, শুধু ভ্রমণের উদ্দেশ্যে তাদের এই দীর্ঘ লাইন।
মেট্রোরেলের উদ্বোধনের ৪র্থ দিনে দুইটি স্টেশনে যাত্রীদের উচ্ছ্বাস দেখা গেছে। দেড় থেকে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মেট্রোরেলে ১০ মিনিট ভ্রমণের সুযোগ পাচ্ছেন তারা।
ঢাকা ও ঢাকার বাইরের জেলা থেকে মেট্রোরেল ভ্রমণের উদ্দেশ্যে স্টেশনগুলোতে ভিড় করতে দেখা যাচ্ছে।
মেট্রোরেলের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়া বলেন, বৈদ্যুতিক লাইনে নববর্ষ উদযাপনের ফানুস আটক মেট্রোরেল চলাচল দুই ঘণ্টা বন্ধ ছিল। তবে ফানুস অপসারণের পর বর্তমানে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে। আজও চলাচলের সময় আগের মত ১২টা পর্যন্তই থাকছে।
যাত্রীরা বলছে, বাংলাদেশে মেট্রোরেল যুগে প্রবেশ করার মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়েছে।
প্রতিদিন ৮টা থেকে ১২টা পর্যন্ত ১০টি মেট্রোরেল আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সেবা প্রদান করে আসছে। তবে যাত্রীরা এই সময়ের মধ্যে অনেকেই লাইনে দাঁড়িয়েও যেতে পারছে না। তারা বলছে, সময় বাড়ালে সবাই মেট্রোরেলে চড়তে পারবে। এতে কমবে ভোগান্তি।