কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নে নিখোঁজের ২০ ঘন্টা পর সিয়াম নামের ৬ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টা থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ শনিবার (২০ জুন) দুপুর দুইটার দিকে পার্শ্ববর্তী একটি পাটক্ষেতের মাঝখানে শিশু সিয়ামকে মৃত: অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মৃত সিয়াম উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর তেলিটারী গ্রামের টাইলস মিস্ত্রি জায়েদুল হকের পূত্র। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সিয়াম সবার ছোট। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। আজ শনিবার দুপুরে বাড়ির ৫০গজ দূরে সলিমুদ্দিনের পাটক্ষেতে পাতা তুলতে গিয়ে স্থানীয় কিশোর আসলাম ও রাসেল তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে অন্যান্যদের জানায়। শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রতক্ষদর্শীরা জানায় ! মাত্র ৬ বছরের শিশু হত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরৎহাল শেষে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে প্রেরণ করা হয়েছে !