বরগুনা পৌর শহরে বড়িয়াল পাড়া এলাকা থেকে কোটি টাকা মুল্যের টক্কর সহ ৫ জনকে আটক করেছে ডিভি পুলিশ।
বুধবার ( ২২ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়িয়াল পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ পরিদর্শক আঃ হক ও এস আই জাহিদুুল ইসলাম কবির বলেন বরিশাল থেকে একটি গ্রুপ এক কোটি টাকা মুল্যের এ টক্কর নিতে আসবে সংবাদ পেয়ে অভিযান পরিচলিত হয় । ঝুড়ির মধ্যে থাকা টক্কর সহ সদর উপজেলার গাবতলার গোলাম মোস্তফার ছেলে আবুল বাশার (৪২), লতাবাড়িয়ার রফেজ খার ছেলে নাসির( ৪৫),হযরত আলীর ছেলে সাইফুল (৩১),ইটবাড়িয়ার ইউনুস আলীর ছেলে নুরুল ইসলাম (৩৮),নাপিতখালীর আদ্যস্বর বিশ্বাস এর ছেলে সুশিল বিশ্বাস (৪০) কে আটক করে। সকলে এ ব্যবসার সাথে জড়িত বলে জানান।
এ বিষয় বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ শহিদুল ইসলাম মিলন জানান তাদের বিরুদ্ধে বন্য প্রাণী সংরক্ষন আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হবে।