বাগেরহাটের কচুয়ায় ছাদ ভেঙ্গে পড়ে চার শ্রমিক আহত হয়েছেন।শুক্রবার (১০ জুলাই) বিকেলে কচুয়া উপজেলার গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের পুরোনো ছাদ ভাঙ্গার সময় এ দূর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। আহতরা হলেন, কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের রশিদ মোল্লার ছেলে আছাদুল মোল্লা (৩০), মোশারেফ মোল্লার ছেলে তারিফুল মোল্লা (২২), সাইদ মোল্লার ছেলে সাব্বির মোল্লা (২২) এবং সোহরাফ শেখের ছেলে সবুজ শেখ (২৪)। আহতদের মধ্যে সাব্বির মোল্লার অবস্থা গুরুত্বর হওয়ায় প্রথমে বাগেরহাট সদর হাসপাতারে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আছাদুল মোল্লা জানান, আমরা চারজন হ্যামার দিয়ে ছাদ ভাঙ্গছিলাম।
এক পর্যায়ে আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের পায়ের নিচে থাকা ছাদের একটি বড় অংশ ভেঙ্গে নিচে পড়ে যায়। আমরাও নিচে পড়ে যাই। ছাদের কিছু অংশ আমাদের শরীরের বিভিন্ন জায়গায় পড়ে। এতে আমরা চারজনই আহত হয়েছি। তবে এর মধ্যে সাব্বির মোল্লা ও সবুজের অবস্থা একটু বেশি খারাপ।
সাব্বিরকে খুলণা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছি। সাব্বিরের চাচা সাবুল মোল্লা বলেন, গুরুত্বর আহত অবস্থায় সাব্বিরকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়েছিলাম। চিকিৎসকরা দেখে খুলণা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এখানে এখন চিকিৎসা নেওয়া হচ্ছে। অবস্থা খুবই খারাপ।
এখানের চিকিৎসকরা বলেছেন রাতের মধ্যে অবস্থার উন্নতি না হলে ঢাকায় নিতে হবে। গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গোপাল চন্দ্র দেবনাথ বলেন, পুরোনো ছাদ ভাঙ্গতে গিয়ে ছাদ থেকে পড়ে চার শ্রমিক আহত হয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।