বাগেরহাটের রামপালে বজ্রপাতে সোহাগ গাজী (৩৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। রবিবার (১২ জুলাই) দুপুরে রামপাল উপজেলার কামরাঙ্গা গ্রামের নিজ বাড়ি ঘটনা ঘটে। নিহত সোহাগ গাজী কামরাঙ্গা গ্রামের খাদেম গাজীর ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, রবিবার দুপুরে ঘর থেকে বের হয়ে বাজারে যাচ্ছিল সোহাগ। এসময় বাড়ির সামনের রাস্তা পর্যন্ত আসলেই হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই সোহাগ গাজী মারা যায়। পরিবারের সদস্যরা সোহাগের মরদেহ উদ্ধার করেছে।