বাগেরহাটে ভ্যানের সাথে মোটরসাইকেলের মূখোমূখি সংঘর্ষে শেখ ইব্রাহিম নামে (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে তিনি সকাল নয়টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট এলাকায় ভ্যানের সাথে মোটরসাইকেলের মূখোমূখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
নিহত শেখ ইব্রাহিম বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট গ্রামের শেখ সাদেক আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) চন্দ্র শেখর রায় দুপুরে এই প্রতিবেদককে বলেন, শেখ ইব্রাহিম নামে এই রাজমিস্ত্রি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাগেরহাট-খুলনা মহাসড়কের উপর দিয়ে বাগেরহাট শহরের দিকে আসছিলেন। শ্রীঘাট নামক স্থানে পৌছলে অসাবধনতাবশত বিপরিত দিক থেকে আসা অপর একটি ভ্যানের সাথে মুখোমূখি সংঘর্ষ হয়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।