স্বাস্থ্য বিধি না মানার অভিযোগে বাগেরহাটে গেল এক মাসে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৯ লক্ষ ২৮ হাজার ৭‘শ ৭০ টাকা জরিমানা করেছে।১লা জুন থেকে ৩০ জুন পর্যন্ত জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এসময়ে ১ হাজার ৩‘শ ৮১ জনকে ২৯২ টি মামলা করা হয়।
বুধবার (০১ জুলাই) দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে জেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। করোনার সংক্রমন ঠেকাতে মানুষকে সচেতন করতে জুন মাস থেকে জেলার ৯টি উপজেলায় আমাদের ৩০টি ভ্রাম্যমান আদালত কাজ করেছে ।
ত্রিশ দিনে আমরা ২৯২টি মামলা এবং ১ হাজার ৩‘শ ৮১ জনকে ৯ লক্ষ ২৮ হাজার ৭‘শ ৭০ টাকা জরিমানা করেছি। এসময় অনেক মানুষের মাঝে জেলা ও উপজেলা সদরের বিভিন্ন এলাকায় মাক্স বিতরণ করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিধি কার্যকর করতে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে বলে জানান তিনি।