বাবা অমিতাভ বচ্চনের পর অভিষেক বচ্চনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে দ্রুত মুম্বাইয়ের ননবতী হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতের সংবাদমাধ্যম কলকাতা টাইমস তাদের ফেসবুক হ্যান্ডেলে জানায়, অভিষেক বচ্চনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।শনিবার রাত ১১টা ২২ মিনিটে মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে অমিতাভ বচ্চন জানান, তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করা হয়েছে। এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
অমিতাভ বচ্চনকে সর্বশেষ সুজিত সিরকারের ‘গুলাবো সিতাবো’ সিনেমায় দেখা গেছে। এ ছবিতে আরো ছিলেন আয়ুষ্মান খুরানা। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি, কিন্তু করোনা মহামারির কারণে অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রিমিয়ার হয়।