ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বালিয়াতলী ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ

কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর জামাতাসহ উভয় পক্ষের ৫ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে জামাতা মঞ্জুলুর ইসলাম (৪৮)কে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়া এসময় মারধর থামাতে গিয়ে আওয়ামীলীগ প্রার্থীর ছোট বোন হেনা বেগম(৪০) আহত হন। রবিবার রাতে ওই ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও বাঁধার সম্মুখীন হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর জামাতা ও কর্মী-সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বলিপাড়া গ্রামে উঠান বৈঠক শেষে বাড়ি ফিরছিলো আনারস প্রতিকের প্রার্থী মো. রুহুল আমিন। এসময় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর ৫ সমর্থক ও আওয়ামীলীগ প্রার্থীর ছোট বোন আহত হয়। আহতরা হাসপাতাল ও স্থানীয়ভাবে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এবিষয়ে আওয়ামীলীগের প্রার্থী মো. হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি( মো. জসিম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।

 

 

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

বালিয়াতলী ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় : ১১:৫৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩

কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর জামাতাসহ উভয় পক্ষের ৫ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে জামাতা মঞ্জুলুর ইসলাম (৪৮)কে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। এছাড়া এসময় মারধর থামাতে গিয়ে আওয়ামীলীগ প্রার্থীর ছোট বোন হেনা বেগম(৪০) আহত হন। রবিবার রাতে ওই ইউনিয়নের বলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও বাঁধার সম্মুখীন হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর জামাতা ও কর্মী-সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বলিপাড়া গ্রামে উঠান বৈঠক শেষে বাড়ি ফিরছিলো আনারস প্রতিকের প্রার্থী মো. রুহুল আমিন। এসময় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর ৫ সমর্থক ও আওয়ামীলীগ প্রার্থীর ছোট বোন আহত হয়। আহতরা হাসপাতাল ও স্থানীয়ভাবে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এবিষয়ে আওয়ামীলীগের প্রার্থী মো. হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি( মো. জসিম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।