বিতর্কিত নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন রূপায়ন টাউন দখলে মরিয়া। রূপায়ন টাউনটিকে আবারো দখলে নিতে পেটুয়া বাহিনী নিয়ে সঙ্ঘবদ্ধ হয়েছে। গত ২’হাজার ১৯’ সালের ১৮’ ফেব্রুয়ারির মত আজ শুক্রবার ১০’জুলাই ২’হাজার ২০ইং আবারো ঘটতে পারে অনাকাক্ষিত ঘটনা।
বিশ্বস্ত সূত্রে জানায়, নাজিম উদ্দিন চেয়ারম্যান তার বাহিনীকে দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত করে রেখেছে। গত ২’হাজার ১৯’সালের ১৮’ ফেব্রুয়ারি এ রূপায়ন টাউন দখল করতে গিয়ে রাষ্ট্রের সম্মানিত ব্যাক্তিসহ বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় নাজিম উদ্দিন চেয়ারম্যানসহ তার বাহিনীর বিরুদ্ধে ২’টি চাঁদাবাজী মামলা দায়ের করা হয়। যা চলমান রয়েছে। এর পরেও আজ শুক্রবার ১০’জুলাই একই কান্ড করতে মরিয়া হয়ে উঠেছে চাঁদাবাজ নাজিম উদ্দিন চেয়ারম্যান। এ ব্যাপারে প্রশাসনের জরুরী হস্থক্ষেপ প্রয়োজন বলে মনে করে সচেতন মহল।