দিনাজপুর জেলার বিরামপুরে দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর উদ্যোগে শীতার্থদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিরামপুর পৌর শহরের রোজ গার্ডেন স্কুলে কম্বল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, দিদউফ’র সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেসবাউল হক, সরকারি কলেজের অধ্যক্ষ (অব:) ফরহাদ হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদৈত্য কুমার অপু, পাউশগাড়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বণিক সমিতির সভাপতি মাও: আশরাফুল ইসলাম, দিদউফ’র সমন্বয়কারী মাহমুদুল হক মানিক প্রমূখ।