দিনাজপুরের বিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু হেণা মোস্তফা কামালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের দায়ে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতমঙ্গলবার রাত ৮টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মইনুল হোসেন খান নিখিলের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিনাজপুর জেলা শাখার অন্তর্গত বিরামপুর উপজেলা শাখার সভাপতি আবু হেনা মোস্তফা কামালকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।
৭১ সদস্য নিয়ে বিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি গঠিত। সেই কমিটিতে আবু হেলা মোস্তফা কামাল সভাপতি ছিলেন।
উলেখ্য, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল ওএমএসের চাল বিক্রির ডিলার হিসাবে গরীব অসহায়দের সরকারি চাল বিক্রির দায়িত্বে ছিলেন। সেই চাল গরীবদের মাঝে বিক্রি না করে ব্যবসায়ীদের কাছে বেশী দামে বিক্রি করার সময় স্থানীয় লোকজন ভ্যানসহ ১৪ বস্তা চাল আটক করে বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার পরিমল কুমার কে সংবাদ দেন ।
এসময় ইউএনও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কলেজ বাজারে একটি চালের দোকান থেকে আরও ৪টি বস্তায় রাখা ওএমএসের চাল জব্দ করেন।
চাল দোকানদার আব্দুল গোফফার জানান, তিনি এই চালগুলো ওএমএস ডিলার আবু হেনা মো. মোস্তফা কামালের নিকট থেকে কিনে আনেন। ইতিপূর্বেও তিনি ডিলারের নিকট থেকে চাল কিনে খুচরা বাজারে বেশি দামে বিক্রি করেছেন। মোট ১৮ বস্তা চাল জব্দের দিন গত ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলার নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেন। এ ব্যাপারে বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার পরিমল কুমার এর সাথে গতকাল বৃহস্পতিবার তার ০১৭৬১৪৯৩৫৩৩ নম্বরে কথা বললে তিনি জানান ঘটনা সত্য, তবে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম ::
বিরামপুর উপজেলায় ওএমএসের চাল খোলাবাজারে বেশিদামে বিক্রির দায়ে, যুবলীগ সভাপতির পদ হারালো কামাল।
-
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৩৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- ৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ