বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ছাড়ালো ৪ লাখ ৯০ হাজার। আক্রান্ত হয়েছেন ৯৭ লাখের বেশি মানুষ। এরমধ্যে সুস্থ হয়েছে সাড়ে ৫২ লাখ। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজারের বেশি। আর একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন এক লাখ ৭৫ হাজারের বেশি।
আবারো একদিনে সবচেয়ে বেশি ব্রাজিলে মারা গেছে ১১শর বেশি মানুষ। এ পর্যন্ত প্রাণহানি ৫৫ হাজারের বেশি। এরপরই অবস্থান মেক্সিকোর। এখানে মৃত্যু হয়েছে ৯৪৭ জনের। এ নিয়ে দেশটিতে মারা গেছেন ২৪ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রে একদিনে ৬শ মানুষের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছেন আরো ৩৭ হাজার মানুষ। ভারতে একদিনে সর্বোচ্চ ১৮ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। ২৪ ঘণ্টায় ৪শ’র বেশি মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ১৫ হাজার। আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে থাকা রাশিয়ায় মারা গেছেন ৯২ জন।
এদিকে, এক মাস পর ইউরোপে আবারো বেড়েছে সংক্রমণ। ১১টি দেশের কথা উল্লেখ করে সংস্থার আঞ্চলিক পরিচালক হ্যান্স হেনরি ক্লুগ বলেন, কড়াকড়ি শিথিলের পর সংক্রমণ বাড়ছে।