ভোলা বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকা হতে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা সহ আজাদ হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত সোয়া ১১টায় তাকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন সার্কেল মো. রাসেলুর রহমানের নেতৃত্বে এস.আই মো. রেজাউল করিম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে চকঢোষ ৭নং ওয়ার্ড হতে মো. আজাদ হাওলাদার (৪০) কে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা সহ আটক করেন। তিনি উপজেলার কাচিয়া ৫নং ওয়ার্ডের মৃত মোফাজ্জল হোসেন ওরপে বজলু হাওলাদারের ছেলে। পরে তাকে বোরহানউদ্দিন থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রনে আইনে মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে বোরহানউদ্দিন থানা ইন-চার্জ ম. এনামুল হক জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রনে আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে ভোলা জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।