ভোলার বোরহানউদ্দিন পৌরসভার পাঁচ নাম্বার ওয়াডের বাসিন্দা দৈনিক ভোরের কাগজের সাবেক স্টাফ রিপোর্টার প্রয়াত কিশোর কুমারের মা মিনতি রাণী দে (৭০) মঙ্গলবার দুপুর ১ টার দিকে পরলোকগমন করেছেন। ওইদিন বিকাল সাড়ে ৫ টায় রাণীগঞ্জ শ্মশানে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কবি হাসান মাহমুদ, সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুঁড়ি, স্থানীয় বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি সহ বহু সংগঠনের নেতৃবৃন্দ।