ভোলা জেলার দৌলতখান উপজেলায় পর্নোগ্রাফি আইনে প্রেমিকার দায়ের করা মামলায় পারভেজ (২৬) নামের এক যুবককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ। বুধবার (১৭জুন) সন্ধ্যায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিঝি বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পারভেজ ওই ইউনিয়নের একই ওয়ার্ডের শাহাজাহান বেপারীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, পারভেজ পাশের বাড়ির ওই যুবতীকে এক বছর আগে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সুযোগ নিয়ে পারভেজ তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে অগোচওে সুকৌশলে অশ্লীল ভিডিও ধারণ করে।
৪ মাস পূর্বে অভিভাবকরা ওই যুবতীকে অন্যত্রে বিবাহ দিয়ে দেয়।এরপর গত ৯ জুন ওই অশ্লীল ভিডিও ইমু, ব্লুটুথ ও শেয়ারইট এর মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, বুধবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর এজাহারভুক্ত একমাত্র আসামী পারভেজকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৮জুন) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে সোপর্দ করা হয়েছে।