ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

মহম্মদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, হত্যার ৩ ঘণ্টার মধ্যে খুনী আটক

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে পারিবরিক কলহের জের ধরে আল আমীন শেখ (২৬) নামে আপন চাচাতো ভাইকে কুপিয়ে খুন করে সোহেল শেখ (২২) নামে আরেক চাচাতো ভাই। ৭ই মার্চ মঙ্গলবার শবেবরাতের রাতে ৮টার দিকে এই খুনের ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে পারিবারিক কলহের জের ধরে সোহেল ও আল আমীনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল ঘর থেকে দেশীয় অস্ত্র এনে আল আমীন কে কোপ দিলে আল আমীনের বাবা শামছু শেখ (৬৫) বাঁধা প্রদান করেন এসময় সোহেল তার চাচা শামছুকে দা দিয়ে আঘাত করে। পরে সোহেলের বাবা নওশের শেখ বাঁধা প্রদান করলে তাকেও দা দিয়ে কুপিয়ে আহত করে সোহেল পালিয়ে যায়।

আহতদেরকে উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার আল আমীনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই রোগীর অবস্থা গুরুতর হওয়ায় শামসু শেখ ও নওশের শেখ কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ (ক্রাইম এন্ড অপস্) হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকারী সোহেলকে কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার মূল ঘটনা সামনে আসবে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান , হত্যাকারী সোহেল তার পরিবারের সদস্যদের কে নিয়ে মাগুরা থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে।

উল্লেখ্য যে, হত্যার পরপরই পুলিশ সোচ্চার হয়ে চারিদিকে চিরুনি অভিযান পরিচালনা করলে শ্রীপুর উপজেলার নাকোল এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ে সোহেল।

 

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মহম্মদপুরে ভাইয়ের হাতে ভাই খুন, হত্যার ৩ ঘণ্টার মধ্যে খুনী আটক

আপডেট সময় : ০৫:২৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে পারিবরিক কলহের জের ধরে আল আমীন শেখ (২৬) নামে আপন চাচাতো ভাইকে কুপিয়ে খুন করে সোহেল শেখ (২২) নামে আরেক চাচাতো ভাই। ৭ই মার্চ মঙ্গলবার শবেবরাতের রাতে ৮টার দিকে এই খুনের ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আটটার দিকে পারিবারিক কলহের জের ধরে সোহেল ও আল আমীনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল ঘর থেকে দেশীয় অস্ত্র এনে আল আমীন কে কোপ দিলে আল আমীনের বাবা শামছু শেখ (৬৫) বাঁধা প্রদান করেন এসময় সোহেল তার চাচা শামছুকে দা দিয়ে আঘাত করে। পরে সোহেলের বাবা নওশের শেখ বাঁধা প্রদান করলে তাকেও দা দিয়ে কুপিয়ে আহত করে সোহেল পালিয়ে যায়।

আহতদেরকে উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার আল আমীনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই রোগীর অবস্থা গুরুতর হওয়ায় শামসু শেখ ও নওশের শেখ কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ (ক্রাইম এন্ড অপস্) হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকারী সোহেলকে কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যার মূল ঘটনা সামনে আসবে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান , হত্যাকারী সোহেল তার পরিবারের সদস্যদের কে নিয়ে মাগুরা থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের জালে ধরা পড়ে।

উল্লেখ্য যে, হত্যার পরপরই পুলিশ সোচ্চার হয়ে চারিদিকে চিরুনি অভিযান পরিচালনা করলে শ্রীপুর উপজেলার নাকোল এলাকা থেকে পুলিশের হাতে ধরা পড়ে সোহেল।