মহান স্বাধীনতা যুদ্ধের সূতিকাগার খ্যাত ঐতিহাসিক ৭ মার্চ মাগুরা নোমানী ময়দানে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন , মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোঃ আবু নাসের বেগ, পুলিশ সুপার মোঃ মশিউদৌলা রেজা, দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, পৌর মেয়র থুরশীদ হায়দার টুটুল, জেলা যুবলীগের পক্ষে আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক আলী আহাম্মদ আহাদ, জেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিভিন্ন জেলা প্রশাসন আয়েজিত স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীতে বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবু নাসের বেগ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোঃ মিশউদৌলা রেজা।