ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

মাগুরায় বাসের ধাক্কায় নারী পুলিশ নিহত স্বামী ও শিশু কণ্যা আহত

চলন্ত বাসের ধাক্কায় এক নারী পুলিশের মৃত্যু হয়েছে। তার নাম লাবনী ভদ্র(২৬)। রবিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কসুন্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় লাবনীর স্বামী পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ বিশ্বাস (২৯) ও মেয়ে অঙ্কিতা বিশ্বাস (৪) গুরুতর আহত হন। তাদের দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লাবনী ভদ্র ঝিনাইদহের কালিগঞ্জ থানার কোলা বাজার এলাকার অনিল ভদ্রের মেয়ে।

স্ত্রীহারা আহত পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ বিশ্বাস জানান, রাজবাড়ি রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন তারা দুজন। পাঁচদিন আগে ছুটিতে গ্রামের বাড়ি শালিখা উপজেলার ধনেশ্বরগাতী বেড়াতে আসেন। রবিবার কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা দিলে ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তুহিন পরিবহন নামের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার স্ত্রী পুলিশ সদস্য লাবনী মারা যান।

মাগুরা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

মাগুরায় বাসের ধাক্কায় নারী পুলিশ নিহত স্বামী ও শিশু কণ্যা আহত

আপডেট সময় : ০৯:১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

চলন্ত বাসের ধাক্কায় এক নারী পুলিশের মৃত্যু হয়েছে। তার নাম লাবনী ভদ্র(২৬)। রবিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের কসুন্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় লাবনীর স্বামী পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ বিশ্বাস (২৯) ও মেয়ে অঙ্কিতা বিশ্বাস (৪) গুরুতর আহত হন। তাদের দুজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত লাবনী ভদ্র ঝিনাইদহের কালিগঞ্জ থানার কোলা বাজার এলাকার অনিল ভদ্রের মেয়ে।

স্ত্রীহারা আহত পুলিশ কনস্টেবল প্রসেনজিৎ বিশ্বাস জানান, রাজবাড়ি রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন তারা দুজন। পাঁচদিন আগে ছুটিতে গ্রামের বাড়ি শালিখা উপজেলার ধনেশ্বরগাতী বেড়াতে আসেন। রবিবার কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা দিলে ১০ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তুহিন পরিবহন নামের একটি বাস একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে তাদেরকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তার স্ত্রী পুলিশ সদস্য লাবনী মারা যান।

মাগুরা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।