মাগুরার মুহম্মদপুর উপজেলার গবরনাদা গ্রামে রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মনিরুল শেখ (৩৫) নামের এক কাঠ ব্যবসায়ীর মর্মান্তিক হয়েছে।
মনিরুল শেখের আত্মীয় আবু তালেব জানান, দুপুরের দিকে বাড়ির পাশে দুইটা মেহেগুনি গাছ কেনেন মনিরুল । নিজে গাছ কেটে বেচা বিক্রি করেন তিনি। দুপুরে মেহেগুনি গাছের ডাল কাটা শেষ হলে গাছের মাঝের লগ উপর থেকে কাটার সময় পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।
নিহত মনিরুল শেখ গবরনাদা গ্রামের হোসেন শেখের ছেলে। নিহত মনিরুল শেখের তিনটি কন্যা সন্তান ও বাড়িতে অন্তসত্যা স্ত্রী রয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হবার কথা রয়েছে।