মাগুরা-বুনাগাতী সড়কের বাকল বাড়ীয়াতে সড়ক দূর্ঘটনায় দুইটি গরু সহ গরুবাহী ট্রলির চালক নিহত হয়েছে।
শুক্রবার দুপর সাড়ে বারটার দিকে এ ঘটনা ঘটে।নিহত চালকের বাড়ী মাগুরা সদরের মঘী গ্রামে বলে প্রাথমিক ভাবে জানাগেছে।চালক ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে গাছে আঘাত করলে এ ঘটনা ঘটে।
অপর দিকে রাত আটটা ৪০ মিনিটের দিকে মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলা সদর আড়পাড়া ব্র্যাক অফিসের সামনে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরহী আহত হয়েছে।তারা যশোরের দিকে যাচ্ছিল।পুলিশ তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেছে।কিভাবে দূর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।