আশরাফ হোসেন পল্টু,শ্রীপুর(মাগুর)প্রতিনিধি
মাগুরার পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা পিপিএম এর উদ্যেগে রাতের আঁধারে শ্রীপুরে প্রতিবন্ধী , অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃজাব্বারুল ইসলাম। শনিবার রাতের আধারে উপজেলার পুরাতন ও নতুন বাজার এলাকায় শীতার্তদের মাঝে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন তিনি। শ্রীপুরে পুলিশের শীতবস্ত্র বিতরণকে সাধুবাদ জানিয়েছেন শ্রীপুরের সচেতন সমাজ। শ্রীপুর থানার ওসি মোঃজাব্বারুল ইসলাম বলেন, সমাজের অসহায় হত দরিদ্র মানুষের মুখে হাসি ফোঁটাতে মাগুরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা পিপিএম এর নির্দেশনায় শ্রীপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।এছাড়াও উপজেলার ৮ টি ইউনিয়নে বিট পুলিশ অফিসারের মাধ্যমে প্রতিবন্ধী, অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হবে। তীব্র শীতে স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সামর্থ্যবান মানুষের কর্তব্য। আসুন আমরা এগিয়ে আসি, তীব্র শীতে অসহায় মানুষের পাশে থাকি।সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার আহবান জানান তিনি।