সোমবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট নতুন পাড়া উকিল মোল্লার বাড়ি থেকে জাকির শেখ (৩০) নাজমুল হোসেন মোল্লা(২৬) কে মাদকদ্রব্যসহ হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছে শ্রীপুর থানার পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার এস, আই হোসনে আরার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বরিশাট নতুন পাড়া উকিল মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মাগুরা শহরতলীর বরুনাতৈল গ্রামের আজিজ শেখের পুত্র জাকির শেখ(৩০) ও শ্রীপুর উপজেলার বরিশাট নতুন পাড়ার উকিল মোল্লার পুত্র নাজমুল হোসেন (২৬) কে ৮পিচ ইয়াবা ও ৪ পুরিয়া গাজাসহ গ্রেফতার করে।