মাগুরা জেলা আওয়ামীলীগের সবেক সভাপতি ও বার-বার নির্বাচিত সংসদ সদস্য মরহুম অ্যাড. আছাদুজ্জামান সাহেব-এর সহধর্মীনি মনোয়ারা জামানের দাফন সোমবার সম্পন্ন হয়েছে। মাগুরা পিটিআই মাঠে তার নামাজে জানাজা শেষে স্থানীয় পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
বার্ধক্য জনিত কারনে রোববার বিকেল সোয়া ৫ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি… রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
তিনি ৫ পুত্র ২ কণ্যাসহ বহু গুনগ্রাগী রেখে গেছেন। মাগুরা জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী মনোয়রা জামান মাগুরা -১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর-এর মাতা।