মাগুরায় করোনা আক্রান্ত দবির হোসেন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় তার নিজবাড়ি মাগুরা সদর উপজেলার কান্দা বাশকোঠা গ্রামে তিনি মারা যান।তিনি বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়ালো মোট ৬ জন।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, এই নিয়ে মাগুরায় মোট ৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধিন অবস্থা মারা গেলেন। জেলায় মোট ১৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৮ জন সুস্থ্য হয়ে উঠেছেন।