করোনা আক্রান্ত হয়ে আব্দুর রহমান (৬৩) নামে পুলিশ লাইন পাড়ার এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মাগুরা জেলায় মৃত্যু হলো ৭জনের।এছাড়া আজ বুধবার জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে সাত জনের । জেলায় মোট ১৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে ।
মাগুরার সিভিল সার্জন ডা.প্রদীপ কুমার সাহা জানান, করোনা আক্রান্ত হয়ে আজ সকালে শহরের পুলিশ লাইন পাড়ার আব্দুর রহমান নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে মাগুরায় মোট ৭ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
আজ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৭জন রোগী চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে । জেলায় মোট ১৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬৯ জন সুস্থ্য হয়ে উঠেছেন।
এদিকে মাগুরা পৌরসভার ৯নং ওয়ার্ডের কলেজ পাড়া ও জেলা পাড়ার আংশিক অংশের ৪/৫টি করে বাড়ি পৌরসভা ও সদর উপজেলা কতৃক প্রস্তুতকৃত ও প্রণীত নকশা অনুযায়ী লকডাউন ঘোষনা করা হয়েছে।