মাগুরায় রবিবার করোনা উপসর্গ নিয়ে শফিউদ্দিন চোপদার (৭৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। সে মাগুরা শহরের ভায়না চোপদার পাড়া এলাকার বাসিন্দা।
পরিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভুকছিলেন। গত শনিবার মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষার জন্যে নমুনা দেন। কিন্তু ভোর চারটার দিকে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদিদ্যালয়ের পিসিআর ল্যাবের পরিস্কার পরিছন্ন কাজ করার কারনে দুদিন পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকার কারনে তার নমুনার ফলাফল এখনো পাওয়া জানা জায়নি বলে মাগুরা সিভিল সার্জন জানান। দিকে শনিবার নমুনা দেয়া হলেও এখন পর্যন্ত পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি বলে সিভিল সার্জনের কার্যালয় থেকে জানান হয়
সর্বশেষ মাগুরায় ১৬৬ জন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৩ জন মাগুরা পৌর এলাকার।
এ পযন্ত আক্রান্তদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ৪ জন হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।