ভোলায় পুলিশের পৃথক অভিযানে ৬৩৩ পিচ ইয়াবা সহ আটক ৪ জন। লালমোহনে ও চরফ্যাশনে পৃথক অভিযানে ১৯ জুন, শুক্রবারে আটক করেন থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার বিকালে লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড় হতে ১০৮ পিচ ইয়াবা সহ দুই যুবককে আটক করেন পুলিশ। আটককৃতরা হলেন, চরফ্যাশন পৌর সভার ৪নং ওয়ার্ডের মৃত আনোয়ার হোসেন মিন্টুর ছেলে মো. আফসার উদ্দিন রাসেল (৩২) ও ৩ নং ওয়ার্ডের আহম্মদ উল্যাহর ছেলে মো. হাফিজ (৩৫)। এ তথ্য নিশ্চিত করেন লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, তাদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।
এদিকে চরফ্যাশন উপজেলায় ৫২৫ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন শশিভূষণ থানা পুলিশ। শুক্রবার ১৯ জুন গোপন সংবাদের ভিত্তিতে শশিভূষণ এলাকা হতে দক্ষিণ চর মঙ্গল গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ছিদ্দিক ব্যাপারী ছেলে মো. কবির ও হাসেম ব্যাপারীর ছেলে মো. কামাল হোসেন কে ৫২৫ পিচ ইয়াবা সহ আটক করেন পুলিশ। শশিভূষণ থানার অফিসার ইন-চার্জ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তাদেরকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।