ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে বাড়ছে মৃত্যু

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৫০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিম নিউইয়র্কেই ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভারমন্ট, ওহিও, মিসৌরি, উইসকনসিন, কানসাস এবং কলোরাডোতেও তুষারঝড়ের কারণে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে।

প্রচণ্ড তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে গাড়ির ভেতর লোকজন আটকে থাকলেও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন। আবার অনেকে বাড়িতে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকায় সারা দেশে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্কের বাফেলো শহরে সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে।

সেখানকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আগামী দুদিন এই এলাকায় আরো ৬ থেকে ১২ ইঞ্চির বেশি ভারী বরফস্তুপে ঢাকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। মন্টানা অঙ্গরাজ্যে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বাড়ির বাইরে না যাওয়ার বা ভ্রমণ না করার আহবান জানিয়েছে কর্তৃপক্ষ।

কানাডার অন্টারিও এবং কুইবেক প্রদেশে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। ব্রিটিশ কলাম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। জাপানেও প্রচণ্ড তুষারপাতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ে বাড়ছে মৃত্যু

আপডেট সময় : ০১:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৫০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিম নিউইয়র্কেই ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভারমন্ট, ওহিও, মিসৌরি, উইসকনসিন, কানসাস এবং কলোরাডোতেও তুষারঝড়ের কারণে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে।

প্রচণ্ড তুষারপাতের কারণে বিভিন্ন স্থানে গাড়ির ভেতর লোকজন আটকে থাকলেও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন। আবার অনেকে বাড়িতে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকায় সারা দেশে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউইয়র্কের বাফেলো শহরে সবচেয়ে খারাপ অবস্থা বিরাজ করছে।

সেখানকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আগামী দুদিন এই এলাকায় আরো ৬ থেকে ১২ ইঞ্চির বেশি ভারী বরফস্তুপে ঢাকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। মন্টানা অঙ্গরাজ্যে তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে বাড়ির বাইরে না যাওয়ার বা ভ্রমণ না করার আহবান জানিয়েছে কর্তৃপক্ষ।

কানাডার অন্টারিও এবং কুইবেক প্রদেশে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। ব্রিটিশ কলাম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। জাপানেও প্রচণ্ড তুষারপাতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।