দিন দিন করোনাভাইরাস নতুন নতুন রেকর্ড করে চলেছে যুক্তরাষ্ট্রে। লোকজন যতো বেশি বিধিনিষেধের তোয়াক্কা করছে না ততোই বাড়ছে ভাইরাসের প্রকোপ।
ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ২৩৬ জন করোনা শনাক্তের মাধ্যমে নতুন রেকর্ড করেছে মহামারীতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র। একদিনে মারা গেছে ৬৮৭ জন।
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলও সমানতালে চলছে। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা আক্রান্ত পাওয়া গেছে ৪৭ হাজার ৯৮৪ জন। আর মৃত্যু হয়েছে ১ হাজার ২৭৭ জনের। সারাবিশ্বে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৮ হাজার ৮৬৪ জন। আর মারা গেছে ৫ হাজার ১৫৫ জন।
এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দুই লাখের ঘর অতিক্রম করেছে করোনা শনাক্ত। দুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সতর্ক বার্তা দিয়েছিলো, তাই যেন সত্য হতে চলেছে। সংস্থাটি বলেছে, ভাইরাসের তীব্র রূপ দেখা এখনও বাকি রয়ে গেছে এবং চলমান পরিস্থিতি শেষ হতেও অনেক সময় লাগবে।
সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সোমবার ভার্চুয়াল বৈঠকে বলেন, আমরা সকলে চাইছি বর্তমান পরিস্থিতির অবসান হোক। আমরা চাই প্রতিটি জীবন বাঁচুক। কিন্তু কঠিন বাস্তবতা হলো এ পরিস্থিতি সহসা শেষ হচ্ছে না।
তার একদিন পরই দেশের করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন এক লাখে পরিণত হলে বিস্মিত হবেন না বলে সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফৌসি।
মার্কিন সিনেটের কাছে তিনি বলেছেন, দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রতিদিন ১ লাখে পৌঁছে গেলে আমি বিস্মিত হবো না। স্পষ্টই আমরা এখন ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে পারছি না। এসময় তিনি দেশের মানুষ সামাজিক দূরত্ব ও মাস্ক পরিধান করছে না বলে হতাশা প্রকাশ করেন।