অনলাইন ডেস্ক: রাজধানী কিয়েভের পূর্ব ব্রোভারির একটি কিন্ডারগার্টেন স্কুলের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ ১৮ জন নিহত হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘যুদ্ধের সময় কোনো দুর্ঘটনা ঘটে না।’ আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘এই বিয়োগাত্মক ঘটনাটি যুদ্ধের পরিণতি। এতে স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কি বেশ কয়েকজন সহকর্মীর সঙ্গে মারা গেছেন।
এ সময় নতুন রুশ আক্রমণের আগে দ্রুত আরও অস্ত্র পাঠাতে মিত্রদের অনুরোধ জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, ‘মুক্ত বিশ্ব যে সময়টা চিন্তা করতে ব্যয় করে, সন্ত্রাসী রাষ্ট্র সেই সয়টা হত্যা করতে ব্যয় করে।
ধারণা করা হচ্ছে, জার্মানি যাতে বহুল কাঙ্খিত লেপার্ড ট্যাঙ্ক দ্রুত ইউক্রেনে পাঠায় তার অনুরোধ হিসেবে এই বাক্যটি ব্যবহার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র তার নিজস্ব অ্যাব্রাম যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করার প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত বার্লিন এই যুদ্ধ যানটিকে পাঠাতে রাজি নয় বলে জানা গেছে।
গতকাল বুধবার নেটো সামরিক জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন ‘আরও সমর্থন, ভারী অস্ত্র এবং আরও আধুনিক অস্ত্র’ পাওয়ার আশা করতে পারে। কিয়েভে কী কী সামরিক সরঞ্জাম পাঠানো যেতে পারে তা নিয়ে আলোচনা করতে নেটোর সদস্য দেশগুলো আগামীকাল বৈঠকে মিলিত হবে।