মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ারর্দী কলেজ ছাএদলের উদ্যোগে, সারা দেশের বিচার বহির্ভূত হত্যা,স্কুল পড়ুয়া ছাএীদের জোর পূবক যৌন নিপীড়ন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ারর্দী কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের আহবায়ক টিপু সুলতানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব শাহিন শেখ , কলেজ শাখার সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, কলেজের মেধাবী ছাত্র ফয়সাল রুমন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুব আলম মানু, সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ,যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বি, ফাহিম মুন্তাসির শান্ত, মোঃ ইমরান বিশ্বাস। এছাড়া সরকারি কলেজ ছাত্রদল, পৌর ছাত্রদল ও সদর থানা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।
মানববন্ধনে বক্তারা, সারা দেশের বিচার বহির্ভূত হত্যাকান্ড ,স্কুল পড়ুয়া ছাএীদের ধর্ষণ ও হত্যার দ্রুত ন্যায় বিচারের দাবি জানান।