লকডাউনেও ভারতে হার মানানো গেলো না করোনাকে। ভারতে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। গতকাল রোববার রাশিয়াকে পেছনে ফেলে করোনায় আক্রান্তের হিসাবে বিশ্বে তৃতীয় স্থানে উঠে এল ভারত।
গতকাল রোববার সন্ধ্যায় ভারতের বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক হারে বেড়ে যায় করোনা সংক্রমণ। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৬ লাখ ৯০ হাজারে। যার ফলে বিশ্বের মধ্যে করোনায় আক্রান্তের হিসাবে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। ভারতে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ১৯ হাজার ২০০ জন।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ২৮৩ জন। বিশ্বের মধ্যে করোনার সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩৯ হাজারেরও বেশি। অন্যদিকে, ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজারের বেশি। মার্কিন মুলুকে করোনা সংক্রমণের জেরে এখন পর্যন্ত এক লাখ ২৯ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
অন্যদিকে ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৪ হাজারের বেশি মানুষ। এ নিয়ে টানা ৯ দিনে ভারতে করোনাভাইরাসের সংক্রমণ গড় হিসাবে প্রতিদিন ১৮ হাজারেরও বেশি।
তবে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা বাড়া প্রসঙ্গে ভারতের অল ইন্ডিয়া ইনস্টটিউট অব মেডিক্যাল সায়েন্সের ডিরেক্টর ডাক্তার রণদীপ গুলোরিয়া জানিয়েছেন, ভারতে করোনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তবে ভারতে উল্লেখযোগ্যভাবে গতকাল রোববার আগের সব রেকর্ড ভেঙে দিয়ে পশ্চিমবাংলায় সর্বাধিক করোনা সংক্রমণ ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশিত প্রশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৮৯৫ জন।
ফলে পশ্চিমবাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ২২ হাজার ১২৬ জনে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে ২১ জনের। ফলে মোট মৃতের সংখ্যা পৌঁছে গেছে ৭৫৭ জনে।