ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

রোহিঙ্গারা কেমন আছে?- শীর্ষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবিনার

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইন্সটিটিউট অফ পলিসি এন্ড গভর্নেন্স (এসআইপিজি) এবং সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর উদ্যোগে ৩০ জুন ২০২০ একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।সকাল ১১টায় জুম এ শুরু হওয়া এ ওয়েবিনারের আলোচনার বিষয় ছিলবাংলাদেশে রোহিঙ্গাদের সমসাময়িক অবস্থা বিশ্লেষণ।

সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর পরামর্শক ড. ক্যাথরিন লি এর সূচনা বক্তব্যের পরবাংলাদেশে রোহিঙ্গাদের সমসাময়িক অবস্থা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। বক্তব্যে তিনিসরকার এবং আন্তর্জাতিক সংস্থার যৌথতার উপর জোর দেন। তিনি বলেন, কভিড-১৯ অনেক কিছুই থামিয়ে দিয়েছে কিন্তু যুদ্ধ থামাতে পারেনি। মায়ানমার এখনো তার দেশে বিভিন্ন জনগোষ্ঠীর উপর জুলুম নির্যাতন চালাচ্ছে।

তিনি রোহিঙ্গা ক্যাম্পে কভিড সক্রান্ত সঠিক তথ্য পরিবেশনের উপর গুরুত্ত্বারোপ করেন।এরপর ড. ইশরাত জাকিয়া সুলতানা রাষ্ট্রহীনতার মাঝে করোনাকালে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক, অসহায়ত্ব, ঝুঁকি, ও অনিশ্চয়তা নিয়ে তাদের ভাবনা-দুর্ভাবনার কথা বলেন। তিনি এর সাথে রোহিঙ্গাদের ঝুঁকি আর বৈষম্যের শিকার হবার বিষয়টিও নিয়ে আসেন।

তিনি বলেন, বিশেষ করে করোনাকলে রোহিঙ্গাদের অসহায়ত্ব ও ঝুঁকি ক্রমাগত বাড়ছে। অপরদিকেএসআইপিজি’র সিনিয়র ফেলো মো. শহিদুল হক আন্তর্জাতিক আদালত কর্তৃক রোহিঙ্গাদের বিচারের রায় এর বাস্তবায়ন ও তার স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলেনযেখানে তিনি মায়ানমারে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ স্থান তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল যেন রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়ে মায়ানমারকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে পারে, সে বিষয়ে আরো স্বচ্ছতা নিশ্চিত করার দিকেও নজর দিতে বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে ইউএনএইচসিআর বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ স্টিভেন করলিস বলেন, জাতিসংঘ ও অন্যান্য সংস্থার অর্জন খুবই সীমিত, কিন্তু আমাদের সকলের চেষ্টা করতে হবে। একই সাথে, রোহিঙ্গাদের বোঝাতে হবে তারা যদি মুক্তভাবে চলতে চায়, বাচ্চাদের স্কুলে পাঠাতে চায়, নাগরিকত্ব পেতে চায় তাহলে তাদের অবশ্যই মায়ানমার ফিরে যেতে হবে। সেজন্য সেখানেও অনুকুল পরিবেশ তৈরী করেতে হবে। এ জন্য সকলপক্ষকে একসাথে কাজ করতে হবে।

সিপিএস এর সদস্য ও রাজনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকীর সঞ্চালনায়এ অনুষ্ঠানেআরো উপস্থিত ছিলেনএসআইপিজি’র পরিচালক অধ্যাপক এস কে. তৌফিক এম. হক সহ সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর অন্যান্য সদস্যব্ন্দৃ।

এছাড়াও এই আন্তর্জতিক কনফারেন্সে উপস্থিত ছিলেনবিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ,কানাডিয়ান হাইকমিশন, ইউনেস্কো সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, বিদেশী শিক্ষক ও গবেষকগণ।সিপিএস এর এর সমন্বয়ক, ড. এম জসিম উদ্দিন ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক কনফারেন্স সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

আপলোডকারীর তথ্য

রোহিঙ্গারা কেমন আছে?- শীর্ষক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবিনার

আপডেট সময় : ০১:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইন্সটিটিউট অফ পলিসি এন্ড গভর্নেন্স (এসআইপিজি) এবং সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর উদ্যোগে ৩০ জুন ২০২০ একটি আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়।সকাল ১১টায় জুম এ শুরু হওয়া এ ওয়েবিনারের আলোচনার বিষয় ছিলবাংলাদেশে রোহিঙ্গাদের সমসাময়িক অবস্থা বিশ্লেষণ।

সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর পরামর্শক ড. ক্যাথরিন লি এর সূচনা বক্তব্যের পরবাংলাদেশে রোহিঙ্গাদের সমসাময়িক অবস্থা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো। বক্তব্যে তিনিসরকার এবং আন্তর্জাতিক সংস্থার যৌথতার উপর জোর দেন। তিনি বলেন, কভিড-১৯ অনেক কিছুই থামিয়ে দিয়েছে কিন্তু যুদ্ধ থামাতে পারেনি। মায়ানমার এখনো তার দেশে বিভিন্ন জনগোষ্ঠীর উপর জুলুম নির্যাতন চালাচ্ছে।

তিনি রোহিঙ্গা ক্যাম্পে কভিড সক্রান্ত সঠিক তথ্য পরিবেশনের উপর গুরুত্ত্বারোপ করেন।এরপর ড. ইশরাত জাকিয়া সুলতানা রাষ্ট্রহীনতার মাঝে করোনাকালে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক, অসহায়ত্ব, ঝুঁকি, ও অনিশ্চয়তা নিয়ে তাদের ভাবনা-দুর্ভাবনার কথা বলেন। তিনি এর সাথে রোহিঙ্গাদের ঝুঁকি আর বৈষম্যের শিকার হবার বিষয়টিও নিয়ে আসেন।

তিনি বলেন, বিশেষ করে করোনাকলে রোহিঙ্গাদের অসহায়ত্ব ও ঝুঁকি ক্রমাগত বাড়ছে। অপরদিকেএসআইপিজি’র সিনিয়র ফেলো মো. শহিদুল হক আন্তর্জাতিক আদালত কর্তৃক রোহিঙ্গাদের বিচারের রায় এর বাস্তবায়ন ও তার স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলেনযেখানে তিনি মায়ানমারে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ স্থান তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল যেন রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়ে মায়ানমারকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতে পারে, সে বিষয়ে আরো স্বচ্ছতা নিশ্চিত করার দিকেও নজর দিতে বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে ইউএনএইচসিআর বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ স্টিভেন করলিস বলেন, জাতিসংঘ ও অন্যান্য সংস্থার অর্জন খুবই সীমিত, কিন্তু আমাদের সকলের চেষ্টা করতে হবে। একই সাথে, রোহিঙ্গাদের বোঝাতে হবে তারা যদি মুক্তভাবে চলতে চায়, বাচ্চাদের স্কুলে পাঠাতে চায়, নাগরিকত্ব পেতে চায় তাহলে তাদের অবশ্যই মায়ানমার ফিরে যেতে হবে। সেজন্য সেখানেও অনুকুল পরিবেশ তৈরী করেতে হবে। এ জন্য সকলপক্ষকে একসাথে কাজ করতে হবে।

সিপিএস এর সদস্য ও রাজনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুলবুল সিদ্দিকীর সঞ্চালনায়এ অনুষ্ঠানেআরো উপস্থিত ছিলেনএসআইপিজি’র পরিচালক অধ্যাপক এস কে. তৌফিক এম. হক সহ সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এর অন্যান্য সদস্যব্ন্দৃ।

এছাড়াও এই আন্তর্জতিক কনফারেন্সে উপস্থিত ছিলেনবিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকবৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ,কানাডিয়ান হাইকমিশন, ইউনেস্কো সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, বিদেশী শিক্ষক ও গবেষকগণ।সিপিএস এর এর সমন্বয়ক, ড. এম জসিম উদ্দিন ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে এই আন্তর্জাতিক কনফারেন্স সমাপ্তি ঘোষণা করেন।