নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী নগর এলাকায় অবস্থিত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১১’র নতুন অধিনায়কের যোগদান। গত ২৫’জুন বৃহস্পতিবার বেলা ১’টায় নতুন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম পিবিজিএম, পিবিজিএমএস দায়িত্বভার গ্রহণ করেন।
সদ্য বিদায়ী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএম, পিবিজিএমএস সরকারি নিয়মিত বদলী আদেশ বলে শীঘ্রই র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-২ তে অধিনায়ক হিসেবে যোগদান করবেন।
লে. কর্নেল খন্দকার সাইফুল আলম পিবিজিএম, পিবিজিএমএস এ যোগদানের পুর্বে বিজিবি তে কর্মরত ছিলেন। তিনি ইতিপূর্বে ৩’টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, ১’টি সেনাবাহিনীর পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক, এস এস এফ, জাতিসংঘ মিশনে লাইবেরিয়া ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে এবং সেনাবাহিনীর বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন।