“বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের শামুক ও ঝিনুকের পোনা উৎপাদন কৌশল বিষয়ে বাগেরহাটে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেন চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এফ এম শফিকুজ্জোহা।
এসময় বক্তব্য দেন, গবেষনা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম রাকিবুল ইসলাম, ড. এএসএম তানবিরুল হক, বৈজ্ঞানিক কর্মকর্তা এমডি শরিফুল ইসলাম , বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাবরিনা খাতুন। প্রশিক্ষণ কর্মসুচিতে চাষি, মৎস্য কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা অংশ নেন।
সাধু পানির দক্ষিন-পশ্চিমাঞ্চলের শামুক ও ঝিনুকের উপর পরিবেশ দুষনের প্রভাব, মাছের সাথে ঝিনুকের সমন্বিত চাষ ও অর্থনৈতিক গুরুত্বের ওপর প্রশিক্ষণ দেন।