বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে করোনায় কর্মহীনদের মাঝে গাছ, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে সামাজিক দূরত্ব মেনে এসব বিতরণ করা হয়। গাছ, মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এসময় বক্তব্য দেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফিরোজুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. শংকর কুমার চক্রবর্ত্তী প্রমুখ।
বিষ্ণপুর ইউনিয়নের ৭ শতাধিক কর্মহীণ মানুষকে দুটি মাস্ক, দুটি গাছ, চাল, আলু, ডাল, তেল ও সাবান দেওয়া হয়। এই নিয়ে করোনা পরিস্থিতি শুরু হওয়ার পরে সদর উপজেলার এই ইউনিয়নের ৬ হাজার পরিবারের মধ্যে ৩ হাজার ৫‘শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হল। সামাজিক দূরত্ব মেনে কর্মহীনরা খাদ্য সামগ্রী নিয়ে যে যার বাড়িতে চলে যান। রোনা পরিস্থিতিতে খাদ্য, গাছ ও মাস্ক পেয়ে খুশি হয়েছেন কর্মহীনরা।