জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব স্মৃতি জড়িত বাগেরহাটের রামপাল উপজেলার চন্ডীতলা মাধ্যমিক বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনকের স্মৃতিচারণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় চত্বরে আলোচনা ও শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি ও স্থানীয় বাশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবু সাঈদ। এসময় আরও বক্তব্য দেন রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মাহফিজুর রহমান, পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক , আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, হাওলাদার হাফিজুর রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল প্রমুখ প্রমুখ।
বক্তারা বলেন, শৈশবকালে জাতির জনক বঙ্গবন্ধু পানসী নৌকাযোগে রামপাল ইসলামাবাদ এলাকার প্রয়াত ময়েজ উদ্দিনের বাড়িতে আসতেন। একাধিকবার বঙ্গবন্ধু এই বাড়িতে এসেছেন। শৈশবকালে বঙ্গবন্ধু চন্ডীতলার এই প্রাচীন স্কুলের মাঠে তিনি ফুটবল খেলেছেন। এই এলাকার শিশুদের সাথে বঙ্গবন্ধু সময় কাটিয়েছেন। এসব কারণে যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন, তাদের কাছে এই স্কুলটির অনেক গুরুত্ব রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এই বিদ্যালয় ও আশপাশ এলাকায় বঙ্গবন্ধুর আদর্শ প্রচারের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা।
বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ মাইনর নামে চন্ডীতলা বিদ্যালয়টি ১৯১৮ সালে স্থাপিত হয়। ১৯৩২ সালে জাতির জনক বঙ্গবন্ধু এই এলাকায় তার ফুফুর সাথে বেড়াতে আসেন। সেসময় তিনি এ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলেছেন। বর্তমান প্রজন্মকে এই বিষয়টি জানানোর জন্য এক আলোচনা সভার আয়োজন করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল জানান।
শতবর্ষী এই বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট এবং আইসিটি ল্যাব না থাকায় ব্যহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। দ্রুত সংকট নিরসনের জন্য সরকার প্রধানের নিকট দাবী শিক্ষার্থী ও স্থানীয়দের। বাগেরহাটের রামপালের চন্ডীতলা ইউনাইটেট মাধ্যমিক বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে।