সাতক্ষীরার কলারোয়ায় ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে এক কলেজ পড়ুয়া ছাত্র নিহত হয়েছে। এসময় আরেক ছাত্র গুরুত্বর জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে- বুধবার (১৮জানুয়ারি) ৬টার দিকে কলারোয়া পৌর সদরের গোপিনাথপুর হোসেন ফিলিংষ্টেশনের সামনে যশোর-সাতক্ষীরা মহা সড়কে।
প্রত্যক্ষদর্শীরা জানান-সাতক্ষীরার দিক থেকে দ্রতগতির ২টি মোটর সাইকেলে ৪জন কলারোয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে হোসেন ফিলিংষ্টেশনের সামনে আসা মাত্রই যশোর-ড-১১-১১২৫ নং একটি ট্রাক তেল পাম্পে ঢুকতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জাকির হোসেন (২২) ও সামিউল (২২) গুরুত্বর জখম প্রাপ্ত হয়।
এসময় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিলে জাকির হোসেনকে মৃত্যু বলে কর্তব্যরত চিকিৎসকরা জানায়। পরে থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়-সাতক্ষীরার রাজারবাগ গ্রামের মনিরুল ইসলামের ছেলে জাকির হোসেন (২২), পুরাতন সাতক্ষীরার সামিম রেজার ছেলে সামিউল (২২), সাতক্ষীরার কলেজ মোড় এলাকার জাকির হোসেনের ছেলে আরিফ হোসেন (১৮) ও ইউসুফ আলীর ছেলে আমিনুর রহমান (২২) মিলে ৪ বন্ধু কলারোয়ায় আসছিলেন।
তাদের দুই বাইকের মধ্যে জাকির হোসেন দ্রæত গতিতে চালাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় শিকার হন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বলেন-থানায় কেই অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা হবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।