ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অবস্থা স্থিতিশীল

হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অবস্থা স্থিতিশীল।

সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবর রহমান বলেন, ‘শনিবার রাত সাড়ে ১২টার দিকে আমি দেখে এসেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। বর্তমানে উনার অবস্থা স্থিতিশীল, তবে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন।

চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, অক্সিজেন দিচ্ছেন। প্রেসার কম ছিল, সেটা এখন ইমপ্রুভ করেছে। সাতাত্তর বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেডে ভর্তি হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন। সাহারা খাতুন তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৯ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে।

তখন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন সাহারা খাতুন। এরপর ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর সেখান থেকে তাঁকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর আওয়ামী লীগ আরো দুই দফা সরকার গঠন করলেও মন্ত্রিসভায় স্থান পাননি সাহারা খাতুন।

ট্যাগস :

আপনার মন্তব্য

আপলোডকারীর তথ্য

আইএফআইসি ব্যাংক ও নেক মানি ট্রান্সফার ইউকে এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অবস্থা স্থিতিশীল

আপডেট সময় : ০৮:৩৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২০

হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অবস্থা স্থিতিশীল।

সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবর রহমান বলেন, ‘শনিবার রাত সাড়ে ১২টার দিকে আমি দেখে এসেছি এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। বর্তমানে উনার অবস্থা স্থিতিশীল, তবে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন।

চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, অক্সিজেন দিচ্ছেন। প্রেসার কম ছিল, সেটা এখন ইমপ্রুভ করেছে। সাতাত্তর বছর বয়সী সাহারা খাতুন জ্বর, অ্যালার্জির সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে গত ২ জুন ইউনাইটেডে ভর্তি হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলে আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন। সাহারা খাতুন তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। ২০০৯ সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে।

তখন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন সাহারা খাতুন। এরপর ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর সেখান থেকে তাঁকে সরিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর আওয়ামী লীগ আরো দুই দফা সরকার গঠন করলেও মন্ত্রিসভায় স্থান পাননি সাহারা খাতুন।