নারায়ণগঞ্জ জেলা সিআইডি পুলিশের অভিযানে মাদক মামলার পলাতক আসামী মানিক গ্রেফতার। গতকাল শুক্রবার ৩’জুলাই দুপুর দেড় টায় জেলার বরফকল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সিআইডি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা সিআইডি পুলিশ নারায়ণগঞ্জ জেলার বরফকল এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার দায়ের করা ৯ নং মাদক মামলার এজহারনামীয় আসামী কুমিল্লা জেলার মেঘনা থানার চালিভাঙ্গা গ্রামের নান্নু মিয়ার ছেলে মানিক(৪৫)কে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা সিআইডি পুলিশ আরো জানায়, উক্ত আসামী পূর্বে গ্রেফতারকৃত আসামী রিপন ও নুর আমিন দ্বয়ের সাথে একত্রে দীর্ঘদিন যাবৎ চোরাই পথে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার ও কুমিল্লাসহ সীমান্তবর্তী এলাকা হইতে আনিয়া সিন্ডিকেটের মাধ্যমে ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশেপাশে বিক্রয় করিয়া আসিতেছিল বলিয়া জানা গেছে।