সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা ফুটপাতে দোকানপাট উচ্ছেদ করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গত কাল শুক্রবার দুপুর ১২’টা থেকে ১’টা পর্যন্ত শিমরাইল মোড়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নিদের্শক্রমে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুকের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ইশতিয়াক রাসেল ও ইন্সপেক্টর (অপারেশন) রুবেল হাওলাদারসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুক জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে যেসব ফুটপাথ, মার্কেটের সামনে সরকারি জায়গা দখল করে কাঁচা পাকা দোকানপাট, গড়ে তোলা হয়েছে তা অবৈধ। দখলকারিরা এসব দোকানপাট গড়ে তুলে জনচলাচলে বিঘœ সৃষ্টি করছিল। তাই অবৈধভাবে সরকারি জমি দখল করে গড়ে তোলা সকল দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।