সুন্দরগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত উপজেলার পৌরসভার ৪নং ওয়াড হুরাভায়াখাঁ গ্রামের হারুন মিস্ত্রির ছেলে রাব্বি মিয়া(৬) বাড়ির পার্শ্বের ছড়োবরোর ছড়ায় শাপলা(ভ্যাটের)ফুল তুলতে গেলে পানির নীচের গর্তে পা পরায় ডুবে যায় ও সেখানেই তার মৃতঘটে।
জানা যায়, গত রোববার শেষ বিকালে হারুন মিস্ত্রি ছোট মাছধরতে জাল পাতাতে যায় ওই ছড়োবরোয়, বাবাকে অনুসরন করে ছেলে রাব্বিও পিছেঁ পিছেঁ শাপলা ফুল তুলতে গেলে সে আর জীবন্ত অবস্হায় বাড়িতে ফিরল না,এঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমেছে।