ঢাকা ০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত

সুন্দরগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত উপজেলার পৌরসভার ৪নং ওয়াড হুরাভায়াখাঁ গ্রামের হারুন মিস্ত্রির ছেলে রাব্বি মিয়া(৬) বাড়ির পার্শ্বের ছড়োবরোর ছড়ায় শাপলা(ভ্যাটের)ফুল তুলতে গেলে পানির নীচের গর্তে পা পরায় ডুবে যায় ও সেখানেই তার মৃতঘটে।

জানা যায়, গত রোববার শেষ বিকালে হারুন মিস্ত্রি ছোট মাছধরতে জাল পাতাতে যায় ওই ছড়োবরোয়, বাবাকে অনুসরন করে ছেলে রাব্বিও পিছেঁ পিছেঁ শাপলা ফুল তুলতে গেলে সে আর জীবন্ত অবস্হায় বাড়িতে ফিরল না,এঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমেছে।

ট্যাগস :

আপনার মন্তব্য

আপলোডকারীর তথ্য

সুন্দরগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত

আপডেট সময় : ০৩:০২:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০

সুন্দরগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত উপজেলার পৌরসভার ৪নং ওয়াড হুরাভায়াখাঁ গ্রামের হারুন মিস্ত্রির ছেলে রাব্বি মিয়া(৬) বাড়ির পার্শ্বের ছড়োবরোর ছড়ায় শাপলা(ভ্যাটের)ফুল তুলতে গেলে পানির নীচের গর্তে পা পরায় ডুবে যায় ও সেখানেই তার মৃতঘটে।

জানা যায়, গত রোববার শেষ বিকালে হারুন মিস্ত্রি ছোট মাছধরতে জাল পাতাতে যায় ওই ছড়োবরোয়, বাবাকে অনুসরন করে ছেলে রাব্বিও পিছেঁ পিছেঁ শাপলা ফুল তুলতে গেলে সে আর জীবন্ত অবস্হায় বাড়িতে ফিরল না,এঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমেছে।