গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর মেযর আব্দুল্লাহ আল মামুনকে চরমভাবে লাঞ্চিত করেছে প্রতিপক্ষ। জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার মীরগঞ্জ পাটনিপাড়ায় পানি নিষ্কাষন ড্রেনের নির্মান কাজ তদারকিতে পৌর মেয়র যান।
এ সময় নির্মান কাজ এলাকার পার্শ্ববর্তি জমির মালিক ছেরাপ উদ্দিনের ছেলে নাছিম আলী নিজের দুই ছেলেদের সাথে নিয়ে কাজে বাঁধা দেয়। এতে পৌর মেয়রের সাথে তাদের বির্তক সৃষ্টির একপর্যায়ে নাছিম ও তার ছেলেরা উত্তেজিত হয়ে মেয়রকে মারপিট করতে থাকে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। থানা অফিসার ইনর্চাজ আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখনো মামলা হয়নি।